আপনি যদি ওয়েবসাইট তৈরী করতে চান তবে আপনার জন্য এইচটিএমএল এডিটর অবশ্যই প্রয়োজন। শুধূ এইচটিএমএল নয় যেকোন ধরনের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর জন্য একটি ভাল এডিটর আপনাকে অনেকটুকু এগিয়ে রাখবে । আপনি চাইলে উইন্ডোসের ডিফল্ট নোট প্যাডেও কাজ করতে পারেন । কিন্তু এডিটর আপনার জন্য আলাদা মাত্রা নিয়ে আসবে । একটি ভাল এডিটর বিভিন্ন রঙের মাধ্যমে আপনার সিনটাক্স বা ট্যাগগুলো হাইলাইট করবে এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলোও পাবেন।
সেরা ৫ টি ফ্রি এইচটিএমএল এডিটর
Phase 5
১৯৯৮ সাল থেকে নিয়মিতভাবে নতুন সংস্করণ তৈরীর মাধ্যমে Phase 5 এইচটিএমএল এডিটর হিসাবে সুপরিচিত।
এই এইচটিএমএল এডিটরটি অসংথ্য ফিচারের মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ট্যাগ ম্যানেজমেন্ট, ছবি প্রদর্শন, সিনটাক্স ডিবাগার, স্পেশাল ক্যারেক্টার, ইনডেন্টেশনে সহায়তা, সার্চ , মেনু, টেম্পলেট ইত্যাদি। Phase 5 পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল , ভিবিস্ক্রিপ্ট, পার্ল সহ অসংথ্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সাপোর্ট করে। ফাইল ম্যানেজারের মাধ্যমে একটি ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে খুব সহজেই কাজ করার সুবিধা পাবেন ।
ডাউনলোড লিংক : phase5.info/
প্রোগ্রামারস নোট প্যাড
আধুনিক দুটি ইন্টারফেসের মাধ্যমে প্রোগ্রামারস নোট প্যাড প্রচলিত । উজ্জ্বল ও অন্ধার । সিনটাক্স হাইলাইটিং সুবিধা সহ , কোডের নিদির্ষ্ট অংশ প্রদর্শন না করা বা ভাজ করে রাথা, কোড স্নাইপেট ইত্যাদি এই টেক্সট এডিটরে পাবেন ।
ডাউনলোড লিংক : pnotepad.org
সিনরাইট
অংসখ্য ফাংশনের সম্বন্বয়ে গঠিত সিনরাইট এইচটিএমএল এডিটর। সিনরাইটের মুল ধারণাটি হচ্ছে অনান্য সকল এডিটের চেয়ে একসাথে সবগুলো ভাল ফিচার অন্তর্ভুক্ত করা।পাইথনে অসংথ্য লিখিত প্লাগিন রয়েছে এই এডিটরে । একসাথে অনেক লাইন এডিট করার জন্য সিনরাইট অত্যন্ত সহায়ক । নিচের চিত্রটি দেখুন

ডাউনলোড লিংক : uvviewsoft.com
প্লেনএডিট ডট নেট
একসাথে অনেক গুলো ট্যাব বা একই কোড বার বার লিকার ঝামেলা থেকে যারা বাচতে চান তাদের জন্য প্লেন এডিট ডট নেট সহায়ক । অন্যান্য সকল ফিচারও এখানে অন্তর্ভুক্ত । পোর্টেবল হওয়ায় যেকোন জায়গায় কাজ করার সুবিধা পাবেন ।
ডাউনলোড লিংক : www.gaijin.at/en/dlplaineditnet.php
নোটপ্যাড প্লাস প্লাস
অন্যান্য সকল এডিটরের মত নোট প্যাড প্লাস প্লাস কর্পোরেট লুক, অসংখ্য প্লাগিসন, সিনট্যাক্স হাইলাইটার সহ অসংখ্য ফিচার ও প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সাপোর্ট করে এই এইচটিএমএল এডিটরটি ।
ডাউনলোড লিংক : notepad-plus-plus.org
Leave a Reply