গত সাপ্তাহে গুগল Genius.com এর লিরিক্স চুরি করার নিয়ে বেশ আলোচিত হয় গুগল । জিনিয়াস ডট কম বারবার তাদের লিরিক্স সার্চ ইঞ্জিনে ফলাফলের পাতায় না দেখানোর কথা বললেও গুগল তা অস্বীকার করে। সাথে সাথে গুগল দাবি করে যে তারা কোন ওয়েবসাইট থেকে ডাটা স্ক্রাপিং করে না। এই বিষয়ে তারা নিজেদের লাইসেন্স রয়েছে। ফলাফল হিসাবে জিনিয়াস ডট কম তাদের ওয়েবসাইটে ওয়াটার মার্ক ব্যবহার করে । এবং গুগল তাদের ওয়াটার মার্ক সহ সার্চ ইঞ্জিন ফলাফলে লিরিক্স দেখায়।

গুগল শেষ দিকে অফিশিয়াল ব্লগ পেজে পোষ্ট দেয় এই লিরিক্সের বিষয় নিয়ে। তাদের দাবি তারা কোন লিরিক্স কপি করে না । বরং তাদের পার্টনার lyricfind অফিশিয়ালি বিবৃতি প্রদান করে। সেখানে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত সংবাদের সংশোধন করতে বলা হয় ।
গুগল তার অফিশিয়াল বিবৃতিতে জানায়, মিউজিক পাবলিশাররা বেশীরভাগ ক্ষেত্রেই লিরিক্সের ডিজিটাল ভার্সনের কপিরাইট করে রাখেন না । তাদের পার্টনার রা এই লিরিক্স সংগ্রহ করে এবং গুগলের কাছে সরবরাহ করে ।
ব্যক্তিগত মতামতঃ গুগলের কথা যদি যুক্ত হয় তাহলে আমরা যে বই গুলা পড়ি যেমন রবীন্দ্রনাথ বা নজরুলের সেগুলার ডিজিটাল কপির লাইসেন্স গুগলের কাছে । কিছুদিন পর এমনও হতে পারে আমাদের সেই সব বই পড়ার জন্য তাদের কাছে লাইসেন্স কিনতে হবে
Leave a Reply