প্রতিনিয়ত গুগল ছোটখাটো কিছু আপডেট নিয়ে আসে । সাইটের ও এলগোরিদমের বিভিন্ন সমস্যা গুলা সমাধান করে । গুগলের এই আপডেট গুলো নিয়ে ইংরেজিতে সার্চ ইঞ্জিন রাউন্ড টেবিল, মজ সহ অনেকগুলো সাইট তালিকা তৈরি করলেও বাংলায় আমি তালিকা খুঁজে পাইনি। তাই গুগল অ্যালগোরিদমের গুরুত্বপূর্ণ আপডেট গুলো নিয়ে এই তালিকা। এখানে উল্লেখ করা প্রয়োজন, যখনই গুগল বা বিভিন্ন এস ই ও বিশেষজ্ঞগণ গুগল এর আপডেট নিশ্চিত করবেন তখনই এই তালিকা আপডেট করা হবে। তাই চাইলে ইউ আর এল টি বুকমার্ক করে রাখতে পারেন।
২০১৯ সালের যত আপডেট
জুলাই ২০ তারিখঃ গুগলের বড় কোন আপডেট এসেছে । কমিউনিটিতে অনেকেই তাদের সাইটে পজেটিভ বা নেগেটিভ প্রভাব পরেছে এমন দাবী করেছেন । তবে ঠিক কি ধরনের প্রভাব এই বিষয়ে এই পোষ্ট আপডেট করার সময় ( ২১ জুলাই রাত ১.৩৪ মিনিট) পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নি । তবে ধারনা করছি এম এফ আই ( Mobile First Indexing) ও ভয়েস সার্চের কারনে এল এস আই জাতীয় কিওয়ার্ড গুলা রেংক হারাচ্ছে । এইটি মুলত ধারনা পরীক্ষামুলকভাবে এখনো চেক করা হয় নি ।
জুলাই ১১-১৩ তারিখঃ এই বিষয়ে গুগল নিজ থেকে কিছু স্বীকার করে নি । তবে যা দেখেছি এই আপডেটে আবার হেলথ সাইটগুলো ট্রাফিক হারিয়েছে । টেকনোলজি সাইটে ট্রাফিক বেড়েছে । সাধারন সাইটগুলা অপরিবর্তিত থাকলেও YMYL সাইটে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রভাব ই পড়েছে ।
জুলাই ১-২, ৮-৯ তারিখঃ খুব সম্ভবত জুনের ৩ তারিখের আপডেটের কিছু ভুল ও নতুনভাবে কিছু সংযোজন পরিমার্জন ও পরিবর্ধন করেছে। মোটামুটি সব ধরনের সাইটে প্রভাব পড়েছে কম বা বেশী । এই নিয়ে আলোচনা করেছিলাম এসইও সংবাদ পর্ব ২ এ
জুন ২৯ তারিখঃ মেডিকেল রিলেটেড সাইট গুলাতে উন্নতি দেখতে পেয়েছি। আমার সার্চ কন্সোলে থাকে দুইটি টেক সাইটে ভিজিটর সামান্য কমেছে ।
জুনের ১৭-১৮, ২৩-২৪ তারিখঃ গুগলের জুনের ৩ তারিখের আপডেটটাই সম্ভবত এখানে পরিমার্জন করা হয়েছে । মেডিকেল রিলেটেড সাইট গুলাতে ভিজিটর বাড়তে দেখেছি । টেকনোলজি সাইটে ভিজিটর কমেছে অনেক পরিচিতজনের কথা অনুসারে
জুন মাসের 11 তারিখঃ গুগলের ছোট কিছু বাগের কারণে এ এম পি পেইজে ট্রাফিক কমে যায়। গুগল এএমপির সমস্যাটি সমাধান করে।
জুন মাসের 4 থেকে 6 তারিখঃ ডাইভারসিটি আপডেটঃ অর্গানিক ফলাফলের পাতায় একই ওয়েবসাইট এর 2 টি ইউ আর এল যেন না দেখা যায় এইজন্য এই আপডেটটি আনে । একই সময়ে গুগলের আরো একটি আপডেট আসে। জুনের কোর আপডেট নামে পরিচিত এই আপডেটটি । এ সময় যদি আপনার ট্রাফিক ডাউন করে থাকে তাহলে আপনার সাইটের ই এ টি চেক করুন। এবং মোবাইলের অন্যান্য বিষয়গুলো চেক করুন।
জুন মাসের 3 তারিখঃ গুগল কোয়ালিটি আপডেট নিয়ে পূর্বে ঘোষণা দেয়। ড্যানি তার টুইটার অ্যাকাউন্টে জানায় তারা ব্রডকোর অ্যালগরিদম আপডেট করতে যাচ্ছে।
জুনের 2 তারিখঃ এটি গুগল এ কোন আপডেট নয়। এদিন গুগলের অধিকাংশ সার্ভিস কয়েক ঘণ্টার জন্য ডাউন হয়ে যায়। গুগল ক্লাউড সার্ভিস ব্যবহারকারীরা কিছু ট্রাফিক হারায়।
মে মাসের 20 থেকে 24 তারিখঃ অঘোষিত আপডেট। এদিন অনেক এসইও বিশেষজ্ঞরা বিভিন্ন সাইটে অর্গানিক ট্রাফিক এর পরিবর্তন দেখতে পান। এদিন আসলে কি ধরনের আপডেট হয়েছে তা বলা কঠিন তবে ধারণা করা হয় লিংক কম্পোনেন্টের আপডেট আসে।
মে মাসের 14 তারিখঃ ছোট কোন কোয়ালিটি আপডেট খুব অল্পসংখ্যক এসইও বিশেষজ্ঞ এবং ফোরামে এ বিষয় নিয়ে আলোচনা হয়।
মে মাসের 9 তারিখঃ ই এ টি রিলেটেড ছোট কোনো আপডেট আসে। খুব সম্ভবত গুগল ওই দিন ই এ টি সিগন্যাল রিফ্রেশ করে এবং নতুন ভাবে অ্যাসেসমেন্ট করে
এপ্রিলের 27 থেকে মে মাসের 1 তারিখঃ মাঝারি ধরনের কোনো আপডেট আসে। গুগল সম্ভবত লিংক কোয়ালিটি উপর ভিত্তি করে কোয়ালিটি বিষয়ক কোন আপডেট আনে।
এপ্রিল 26 তারিখঃ ইনডেক্সিং সমস্যার কারণে বেশ কিছু পেইজ ইন্ডেক্স থেকে হারিয়ে গিয়েছিল। এপ্রিলে 5 থেকে 8 তারিখের মধ্যে এই ঘটনা দেখা যায়। এপ্রিল 28 তারিখে এই সমস্যার সমাধান হয়। এটাও নিশ্চিত যে গুগলের টেকনিকেল জটিলতার কারণে ইন্ডেক্সিং এর সমস্যা হয়েছিল নাকি অ্যালগরিদমগত।
এপ্রিল ১২ থেকে ১৯ তারিখঃ গুগল এই সময় তার সার্চ ফলাফলের পাতায় অতিরিক্ত পরিমাণ ছবি প্রদর্শন করে। seoClarity দেওয়া তথ্যমতে এই সময় গুগল দশ পার্সেন্ট বেশি ছবি তার ফলাফল এর পাতায় দেখায়।
এপ্রিলে 5 থেকে 8 তারিখঃ এটি কোন আপডেট নয় বরং গুগলের টেকনিক্যাল জটিলতা। এই সময় অনেক পেইজ গুগলের ইন্ডিয়া থেকে হারিয়ে যায়। এ সময় কিছু ট্রাফিক জব করতে পারে।
মার্চের 18 এবং মার্চের 20 থেকে 24 তারিখ: মার্চের 12 তারিখে ফ্লোরিডা আপডেট আসে ফ্লোরিডা 2 নামে পরিচিত। খুব সম্ভবত 18 এবং মার্চের 20 থেকে 24 তারিখের মধ্যে গুগল ফ্লোরিডা 2 আপডেটের ছোটখাটো বিষয় গুলো ফিক্সড করে।
মার্চের 12 তারিখঃ ব্রড কোর কোয়ালিটি আপডেট। ড্যানি সিল্ভিয়ান এই সময়ে তার টুইটার একাউন্টে জানান, এই আপডেটটি গুগলের ব্রড কোর এলগোরিদম আপডেট। এই সময় একটি টুইটের উত্তরে তিনি জানান, এই আপডেটটি মুলতা সার্চ কোয়ালিটি রেটারদের বিভিন্ন পরিবর্তন অনুসারেই করা হয় । গুগল এইটার নাম দেয় নি।। এই সময় অথরিটি সাইট গুলার ভিজিটর বাড়তে দেখা যায় ।
ফেব্রুয়ারি ২৭ তারিখঃ ছোট কোন আপডেট। এই সময় সার্পে ফলাফল ( অর্গানিক ও বিজ্ঞাপনের সংখ্যা বাড়ে ।
ফেব্রুয়ারি ২৩-২৪ তারিখঃ এই সময় ছোট কোন আপডেট আসে। লিংক যারা ডিএভাউ করেছিল তাদের ট্রাফিকের চেঞ্জ ভাল দেখা যায় ।
ফেব্রুয়ারি ১৬ তারিখঃ কোয়ালিটিগত ছোট কোন আপডেট।
ফেব্রুয়ারি ৪-৭ তারিখঃ ছোট কোন কোয়ালিটি আপডেট। এই সময় আমার সার্চ কন্সোলে থাকা প্রায় প্রতিটি সাইটের ট্রাফিক বেড়েছে ।।
জানুয়ারি ৩১ তারিখঃ এই সময় অনেক বড় বড় সাইটের ট্রাফিক কমে যায়। মুলত কোন ব্রান্ডকে কপি করে কাছাকাছি নামের সাইটগুলার ট্রাফিক কমে। যেমন Irs.com (gov না) এবং DMV.org (আন অফিশিয়াল DMV) সাইটেড় ট্রাফিক কমতে দেখা যায় । খুব সম্ভবত এই সময় সবচেয়ে বেশি ম্যানুয়াল পেনাল্টি খায় সাইট গুলা ।
জানুয়ারির ১৫ তারিখঃ অনেক সাইট এই সময়ে রিপোর্ট করে তারা মেডিক আপডেট থেকে রিকভার করেছে। তবে গুগল এই বিষয়ে তেমন কোন কথা বলে নি ।
জানুয়ারি ১৩ তারিখঃ গুগল সার্চ কন্সোলে হুট করেই ইম্প্রেশনের পরিমান কমতে দেখা যায় এই দিন । ক্যানোনিকাল ভার্সন নিয়ে কোন আপডেট আসছে বলেই ধারনা করা হয়
জানুয়ারি ৭-৯ তারিখঃ জানুয়ারির ৫-৬ তারিখের আপডেট গুলার ছোট খাট টেকনিক্যাল সমস্যা ও অন্যান্য জটিলতা গুলা ফিক্সড করেছে বলেই ধারনা করা হয়।
জানুয়ারির ৫-৬ তারিখঃ গুগলের নতুন বছরের প্রথম আপডেট এইটি। এটা মাঝারি মানের আপডেট। এই সময় সিজনাল সাইট গুলাতে ট্রাফিক ডাউন হতে দেখা গেছে বেশি ।
এই বছর আপনার সাইটের ট্রাফিক কখন ড্রপ করেছে বা কখন রেংক গেইন করেছে সে বিষয়ে জানাতে পারেন কমেন্টে। তাহলে খুব সহজেই এই ডাটাবেসকে পুর্নাংগ করা সম্ভব।
very Good overview. Thanks