
এসইও সংবাদ – পর্ব 1 জুন 29 2019
জুন মাসের প্রথম সপ্তাহে গুগলের কোর আপডেট আসে। কোর আপডেট নিয়ে বিস্তারিত এনালাইসিস আগেই প্রকাশিত হয়েছে। এই আপডেটে মুলত কোর আপডেটের পরবর্তী বিষয়গুলা নিয়েই আলোচনা করা হয়েছে।
গুগল অ্যালগোরিদম আপডেট
জুন মাসের ১৭-১৮ তারিখ, জুন মাসের ২৩-২৪ তারিখ এবং জুন মাসের ২৭ তারিখে গুগলের বেশ কিছু আপডেট হয়। এই সময় বিভিন্ন ওয়েবসাইটের ট্রাফিকের পরিবর্তন দেখা যায়। এ তিনটা আপডেট গুগলের জুন মাসের ৩ তারিখে আপডেটের এরর গুলাকে ঠিক করেছে বলেই ধারনা
জুন মাস ১৮ তারিখে সার্চ ইঞ্জিন রাউন্ড টেবিল বিভিন্ন এসইও টুলস এ বিভিন্ন পরিবর্তন দেখতে পান । আমার সার্চ কন্সোলে থাকা প্রায় সব গুলা সাইটের ট্রাফিক বাড়তে দেখা যায় আর টেক নিশের একটি সাইটে ভিজিটর কমেছে। Mercola.com নামে সাইটের ভিজিটর ভিজিটর প্রায় অনেক্টুকু কমেছে ১৭ তারিখের আপডেটের পর। জুনের ২৩-২৪ এর আপডেটের পর টেক নিশের সাইটের ভিজিটর বেড়েছে। একইভাবে ২৭ তারিখের আপডেটের পর ভিজিটর সাময়িক কমলেও বাড়তে দেখা যায়। টেক রিলেটেড সাইটটি আমাদের ফেসবুক গ্রুপ আইটি শিক্ষার মেম্বারদের একজনের।
ওয়েব মাস্টার ওয়ার্ল্ড ফোরামের অনুসারে মোবাইল ভিজিটর কমেছে। আমার ধারনা আপডেটে মোবাইল বিষয়ক কিছু আপডেট করেছে।
আগের কোর আপডেটের বিভিন্ন বাগ গুলা এই আপডেট গুলাতে সমাধান করা হয়েছে বলেই মনে হয়েছে । এছাড়া মোবাইল সার্প (SERP) তে বেশ কিছু পরিবর্তন এসেছে । সেগুলাকে ইন্টিগ্রেট করার কাজও চলছে ।
লিংকডেনের অ্যালগরিদম আপডেট
যদিও সার্চ ইঞ্জিন বাদে অন্যান্য সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আপডেট নিয়ে আমার খুব বেশি আগ্রহ নেই তবুও অনেক এই লিংকডইন থেকে ক্লায়েন্ট ও বিভিন্ন ধরনের কাজের সন্ধান করেন। তাই এ অংশটি হয়তো উনাদের কাজে লাগবে।
আগে ভাইরাল বিষয়গুলা সব চেয়ে বেশি মানুষের কাছে পৌছাত। এখন সেটা না করে নিশ রিলিভেন্ট বিষয়গুলাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ব্যক্তিগত আগ্রহের উপর ভিত্তি করে নিউজ ফিডে দেখাবে।
গুগল এ বিভিন্ন ঘোষণা
গুগল সার্চ কনসোলে দুইটি নতুন ফিচার আসছে। জুন মাসের ২৪ তারিখে গুগল তার টুইট বার্তায় এ ঘোষণা দেয়।
- সার্চ কনসোল থেকেই আপনি খুব দ্রুত স্ট্রাকচার্ড ডাটার বিভিন্ন বিষয় দেখা যাবে। ফিক্সড করতে সুবিধা হবে
- গুগল সার্চ কনসোল কোড কপি করার অপশন থাকবে সেখান থেকে খুব দ্রুত ভ্যালিডেশন করা যাবে
সার্চ কনসোল স্ট্রাকচার ডাটার অস্তিত্ব নিয়ে আসার মানে গুগল ভবিষ্যতে স্ট্রাকচার ডাটা নিয়ে বেশ ভালো কাজ কাজ করবে। এমন হতে পারে এটি রেংকিং এর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠবে।
সোশ্যাল প্রোফাইল মার্ক আপ বাদ দিয়েছে গুগল
আগে পাশে চিত্রের মত মার্ক আপ এর মাধ্যমে খুব সহজেই যা দেখানো যেত বর্তমানে গুগল নতুন তার ঘোষণা অনুসারে মার্ক আপ থেকে আর এসব প্রোফাইল দেখাবে না বরং নিজ থেকেই ডিসাইড করবে কোনটি সঠিক এবং কোন ভুল।
তবে যে কেউ চাইলে এই বিষয় নিয়ে নিজের সোশ্যাল প্রোফাইল ক্লেইম করতে পারবেন বা ভুল হলে রিপোর্ট করতে পারবেন।

সোশ্যাল প্রোফাইলে সাজেস্ট এডিট বাটনের সুবিধা
তবে কেউ চাইলে সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলোতে ক্লেইম করতে পারবে। এবং সাজেস্ট এডিট নামে একটি অপশন এ ক্লিক করলেই তাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া একাউন্টগুলোকে ভেরিফাই করতে বলবে এবং তা দেখাবে। যদি সাজেস্ট এডিট অপশন টি না থাকে তাহলে ধরে নিতে হবে সেই একাউন্টে অলরেডি ভেরিফাইড।
এই বিষয়ে গুগল কে প্রশ্ন করা হয় আমাদের সাইটে এক্সিস্টিং সোশ্যাল মিডিয়া কোড গুলো কে রিমুভ করতে হবে? জন মুলার উত্তরে বলেন না রিমুভ করতে হবে না
সার্চ কন্সোলে ডাটা এরর
জুন মাসের ২৫ তারিখ সার্চ কনসোল ডাটা ফ্রেসনেস নিয়ে বেশ কয়েকটি এরর দেখা যায়। এবং গুগল তার অফিসিয়াল পেইজ ঘোষনা দেয় সেগুলো ঠিক করা হয়েছে তারপরও কিছু অ্যাড রয়ে গেছে বলেই ধারণা
গুগল সার্পে পরিবর্তন
এ মাসে গুগল অসংখ্য টেস্ট চালিয়েছে। অক গুগল অন্য কোন মাসে এত পরিবর্তন করে না। নিচে বেশ কিছু পরিবর্তন নিয়ে আলোচনা করা হল। এই বিষয়গুলা বিভিন্ন এসইও কমিউনিটির দৃষ্টি গোচর হয়। তাদের টুইট গুলাই তুলে ধরছি
উপরের ভিডিওতে দেখা যাচ্ছে পিপল অলসো কন্সিডার (People Also Consider) নামে একটা অপশন এসেছে যা আগে ছিল না। গুগলের সার্পে এইটি প্রথম পরিবর্তন।
নলেজ প্যানেলে এট্রিবিউশন লিংক
নলেজ প্যানেলে এট্রিবিউশন লিংক যুক্ত করা হয়। পিটি তার টুইট বার্তায় এইটি নিশ্চিত করেন। ডান সাইডের ফিচার্ড স্নাইপেটে আগে এট্রিবিউশন দেওয়া হত না। এখন থেকে দেওয়া হচ্ছে।
ইউটিউভ ভিডিওতে টাইম স্টাম্প যুক্ত করা হয়েছে
ভিডিও থাম্বনেইলের নিচে গুগল টাইম স্টাম্প দেখাচ্ছে। টাইম স্টাম্প কি সেটা নিচের চিত্র দেখে বুঝতে পারবেন

লিরিক্স এট্রিবিউশন
গুগল এট্রিবিউশন ছাড়া লিরিক্স দেখাচ্ছিল। এইটা নিয়ে বেশ সমালোচনাও হয়। আর তোপের মুখে সর্বশেষ গুগল বাধ্য হয় লিরিক্সের এট্রিবিউশন দেখাইতে
এসইও টিপস
এর আগে গুগল ফিচারস স্নাইপেটে ট্যাব বা একোরডেশন এর কোন কন্টেন্ট দেখাত না। এইটি নিয়ে অনেক এসইও ও ওয়েব ডিজাইনারের মধ্যে ক্ষোভ ছিল। কিন্তু বর্তমানে গুগল তা দেখানো শুরু করেছে। গুগল আসলে কত দিন এই বিষয়টা স্থির রাখে এইটাও বিবেচ্য বিষয়।
গুগল সার্চ কন্সোলে লিংক
গুগল সার্চ কনসোল সব ধরনের লিঙ্ক দেখাবে। সব ধরনের লিঙ্ক বলতে যে সকল লিংক কোন ধরনের সিগন্যাল পাস করে না বা যে সকল লিংক ডিজএভাউ করা হয়েছে বা যে সকল লিংক নো ফলো সব ধরনের লিঙ্ককেই দেখাবে।
ম্যানুয়াল পেনাল্টির আলগরিদমিক রিমুভাল
গুগল কে প্রশ্ন করা হয় যে ম্যানুয়াল পেনাল্টি রিকভারের ক্ষেত্রে সব সময় কি মানুষের মাধ্যমে চেকআপ করা হয় বা রিমুভ করার জন্য কি মানুষ প্রয়োজন হয় কিনা ? উত্তরে গুগল বলে সব সময় মানুষের প্রয়োজন হয় না কিছু ক্ষেত্রে এলগো সিস্টেম নিজেই পেনাল্টি উঠিয়ে দিতে পারে
আরও কিছু এসইও ইন্ডাস্ট্রি নিউজ
সার্চ কন্সোলে লিংক রিপোর্টঃ গুগল সার্চ কনসোল এর ইন্টারনাল রিপোর্টে নো ফলো এবং ডু ফলো লিংক স্পেসিফিক করে দেখাবে কিনা সেটা নিয়ে একটি মতামত জানতে চান। অধিকাংশ এস ই ও মনে করেন বিষয়টি উপকারী হবে ।
জাভাস্ক্রিপ্ট এসইওঃ মার্টিন জাভাস্ক্রিপ্ট এসইও র দ্বিতীয় সিরিজ শুরু করেন। জাভাস্ক্রিপ্ট আছে অনেক ধরনের মিথ ও সমস্যা আছে। আশা করছি এই জাভাস্ক্রিপ্ট সিরিজ টি এ সমস্যাগুলো সমাধান করবে ।
রেংক ম্যাথ এসইও প্লাগিনঃ রেংক ম্যাথ এসইও প্লাগিন তার ব্যবহারকারীদের প্লাগিনটি আপডেট করতে বলে। একটি সিকিউরিটি সমস্যার কারণে প্লাগিনে হ্যাকাররা এক্সেস নিয়ে সম্পূর্ণ প্লাগিন সিকিউরিটি ও সেটিংস রিসেট করে দিতে পারে। এই সমস্যা আবিষ্কার হওয়ার পরে রেংক ম্যাথ তাদের সিকিউরিটি আপডেট রিলিজ করে

এসইও শিখাঃ এসইও কিভাবে শিখেছি এটা নিয়ে Bill Slawski টুইটারে একটি জরিপ করেন। সেখানে দেখা যায় অধিকাংশ ই নিজের সাইট বানিয়ে এসইও শুরু করেছেন। একই বিষয় আমাদের ফেইসবুক গ্রুপ আইটি শিক্ষা তে জানতে চাইলে দেখতে পাই অধিকাংশই ফেসবুক বা ব্লগপোস্ট তরে এসইও শুরু করেছেন।

মৌলিক ব্যবধান টা আসলে আমাদের এখানেই। আমরা পুরো বিষয়টার গভীরে না গিয়ে সমস্যাগুলো ফেইস না করে অন্যরা যা বলেছে অনেকটা ঝোকের বসেই অধিকাংশ এসইও শুরু করেছি। তাই আমাদের জানাটা উনাদের দেওয়া তথ্য উপাত্তের মধ্যে সীমাবদ্ধ।
লোকাল এসইও
বিজন্যাস লিস্টিংঃ লোকাল এসইও তে ভেরিফিকেশন প্রসেস টা আরো সহজ করেছে। বর্তমানে বিষয়টি অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং সহজতর। লোকেশন এর মাধ্যমে খুব সহজেই আপনি ভেরিফিকেশন করে ফেলতে পারবেন।
সার্পের পরিবর্তনঃ লোকাল এস ই ও এর ক্ষেত্রে গুগল মাই বিজনেস পেইজে সার্পের পরিবর্তন এনেছে। লোকাল ফাইন্ডারে “related to your search” অপশন নিয়ে। এসেছে ধারণা করা হচ্ছে গুগল মাই বিজনেস পেজ পোস্টগুলো একটা সময় সার্পে দেখানো শুরু করবে।
গুগল মোবাইল সার্পে Request a Quote নামে একটি বাটন সংযুক্ত করেছে
নাম ও ক্যাটাগরির পরিবর্তনঃ লোকাল ফাইন্ডারে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে ক্যাটাগরি সংখ্যা বৃদ্ধি পেয়েছে ধারণা করা হচ্ছে তা এসইও ইন্ডাস্ট্রিতে বেশ ভালো প্রভাব রাখবে বলে মনে করা হচ্ছে । পোস্টে শেষের দিকে কয়েকটি লিংক যুক্ত করা হয়েছে সেখান থেকে আশাকরি আইডিয়া পেয়ে যাবেন
এছাড়া গুগল মাই বিজনেস (GMB) পেজ বেশ কয়েকদিন সমস্যায় ভুগছিলেন লোডিং এর ক্ষেত্রে। গুগল ম্যাপে ১১ মিলিয়ন ভুল বিজনেস লিস্ট করা আছে বলে দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল
অবসরে পাঠ্য
আর্টিকেল লিংকঃ https://sparktoro.com/blog/how-much-of-googles-search-traffic-is-left-for-anyone-but-themselves/
মোট একশ পঞ্চাশ বিলিয়ন সার্চের মধ্যে ৪৮.৯৬ শতাংশ ইউজার সাইটের লিংক এ ক্লিক না করেই গুগল থেকে সরাসরি ফলাফল পেয়ে গেছে। 7.2 শতাংশ ব্যবহারকারী পেইড ফলাফলে ক্লিক করেছে। অবশিষ্ট বলে অর্গানিক ফলাফল এর ভিজিটর।
গুগল অধিকাংশ ইউজার কে তার সাইটে রেখে দিতে চাচ্ছে সব মিলে খেয়াল করলে দেখবেন আলফাবেট কোম্পানি (গুগলের মুল কোম্পানি ) হচ্ছে অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী। এই আর্টিকেলটি পড়ার পর আশা করি গুগল এর কার্যপদ্ধতি কিছুটা হলেও বুঝতে পারবেন এবং গুগল ভবিষ্যতে কি করতে পারে সে বিষয়ে আইডিয়া পাবেন
আর্টিকেল ২ লিংকঃ https://searchengineland.com/49-of-all-google-searches-are-no-click-study-finds-318426
George Nguyen একটি গবেষণায় তিনি দেখান প্রায় ৪৯ শতাংশ ব্যবহারকারী গুগল সার্চের ফলাফল এ ক্লিক করেন না। রেন্ড ফাস্কিন গবেষণার আলোকে গুগল ট্রাফিক টা নিয়ে আলোচনা করেন এবং গুগল সার্প বিভিন্ন তথ্য এবং উপাত্তের আলোকে ভাগ করেন।
আর্টিকেল ৩ লিংকঃ https://ipullrank.com/mining-for-gold-link-building-in-an-age-of-spam/
স্পামিং এর যুগে লিংক বিল্ডিংঃ টেইলর ipullrank.com স্প্যামিংয়ের এই যুগে কিভাবে হাই কোয়ালিটি এবং ন্যাচারাল লিংক পাওয়া সম্ভব তা নিয়ে আলোচনা করেন। পোস্টটি পড়ে ভালো লাগার কারণে এখানে শেয়ার করা
আর্টিকেল ৪ লিংকঃ https://backlinko.com/write-a-blog-post
কিভাবে ব্লগ পোষ্ট লিখবেনঃ ব্যাকলিংকোর ব্রিয়ান ডিন এখানে নয়টি চ্যাপ্টারে কিভাবে ব্লগ পোষ্ট লিখবেন কিভাবে শত শত কমেন্ট আনবেন এবং হাজার হাজার শেয়ার বাড়াবেন সর্বশেষ তা কিভাবে রেংকিং এ আনবেন তা নিয়ে অসাধারণ কিছু টিপস আলোচনা করেছেন এবং অনেকগুলো রিসোর্স শেয়ার করেছেন।
আর্টিকেল ৫ লিংকঃ https://ahrefs.com/blog/blog-post-ideas/
কন্টেন্ট আইডিয়াঃ রেবেকা ahrefs ব্লগপোস্টে আলোচনা করেছেন কিভাবে বিভিন্ন কনটেন্ট আইডিয়া জেনারেট করা যায়। পোস্ট এর টাইটেল 30 মিনিটে কিভাবে 103 টি ব্লগ পোস্ট আইডিয়া জেনারেট করা হয়েছে।
আর্টিকেল ৬ লিংকঃ https://searchengineland.com/review-your-website-performance-because-every-second-matters-318490
সাইটের গতিঃ ওয়েব সাইটের গতি সবসময়ই রেংকিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আর্টিকেলে তো বেশ কয়েকটি ছোট ছোট টিপস দেওয়া হয়েছে যা ওয়েবসাইট এর গতি বৃদ্ধি করতে আপনাকে সহায়তা করবে।
আর্টিকেল ৭ লিংকঃ https://www.searchenginejournal.com/mine-serps-seo-content-customer-insights/311137/
এস ই আর পি এনালাইসিস এর মাধ্যমে আপনার সাইটের কন্টেন্ট তৈরি করবেন এই বিষয়ে আলোচনা করেছেন ররি। এখানে বেশ কয়েকটি টেকনিক আছে যা দিয়ে আপনি খুব সহজেই কাস্টমারের ইন্সাইট বুঝতে পারবেন। তবে নন-টেকি দের কাছে বিষয়টি খুব বেশি কঠিন হতে পারে। এখানে মূলত পাইথন নিয়ে কাজ করা হয়েছে। পাইথন নিয়ে এক্সপার্ট না থাকলে বিষয়টি এড়িয়ে যেতে পারেন।
আর্টিকেল ৮ লিংকঃ https://www.searchenginejournal.com/google-algorithm-update-resistant-seo-strategy/313155/
গুগল এলগরিদমে প্রায়ই বিভিন্ন সাইটের ট্রাফিক ডাউন হয়। স্যাম এই পোস্টে আলোচনা করেছেন কিভাবে ফিউচার আপডেট গুগল যেন আপনার সাইটটি রেংকিং এ কোন সমস্যা না হয় তা নিয়ে। এখানে মনে রাখা প্রয়োজন গুগল এখন তার বিজন্যাসকে মনোপলি পর্যায়ে নিয়ে যাচ্ছে ।
এই মুহূর্তে এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আপনাদের কাছে এ ধরনের কোনো গুরুত্বপূর্ণ সংবাদ থাকলে আমাদের জানানোর জন্য অনুরোধ করা হল আপনার নাম ও আপনার ওয়েব সাইটের ক্রেডিট সহ প্রকাশ করা হবে। আর অন্যদের কাছে পৌছে দিতে শেয়ার করতে ভুলবেন না।
Thanks a lot, bro❤️️❤️️❤️️!
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য
সুন্দর ও সহজভাবে উউপস্থাপনার জন্য বুঝতে খুব সহজ হয়,,, তাই পোস্ট হওয়ার সাথে সাথেই গরম গরম পড়ে নেই,,,,,
আল্লাহ উত্তম প্রতিদান দিবেন ইনইনশাআল্লাহ,,,,
আমিন । দোয়া করবেন ভাই । আপনার জন্যও দোয়া ও ভালবাসা <3 রইল