গুগল আপডেট জুন ২৯, ২০১৯
জুনের কোর আপডেটের পর এই সময়ে কিছু সাইটের ট্রাফিকের অবস্থার পরিবর্তন দেখা যায়। আমার ব্যক্তিগত লিস্টে থাকা সাইট গুলার মধ্যে অর্ধেকের মত সাইটের ট্রাফিক বেড়েছে আর বাকি অর্ধেকের কমেছে। কমার তালিকায় যে সকল সাইট আছে সেগুলার মধ্যে টেক সাইট, অটোস নিশের কয়েকটা সাইট। তবে আমার কাছে বড় কোন পরিবর্তন মনে হয় নি। আগের আপডেটের বাগ গুলাকেই হয়ত ফিক্সড করেছে এই আপডেটে।
জুলাই ১-২ এবং জুলাই ৮-৯ তারিখের আপডেট
এই সময়ও গুগল তার এলগো রিদম এ ছোট কিছু পরিবর্তন এনেছে । তবে কি ধরনের পরিবর্তন সে বিষয়ে গুগল বা কোন এসইও ধরনের মত প্রকাশ করেন নি । তবে আমার ধারনা এইটি ছোট খাট কোন পরিবর্তন । সার্চ কন্সোলে ও গুগল এনালাইটিক্সে বিশেষ কোন পরিবর্তন দেখি নি ।
গুগলের ঘোষনা সমুহ
রোবট টেক্সট ফাইল ওপেন সোর্স
রোবট টেক্সট ফাইলের বয়স ২৫ বছর পুর্ন হয়েছে। ১৯৯৪ সালে মার্টিন কোষ্টার প্রথম রোবট ফাইল তৈরী করেন যা গুগলের ক্রলারকে কোন ইউ আর এল টি ক্রল করবে কোনটি করবে না এই সম্পর্কে নির্দেশনা দেয় । সময়ের সাথে রোবট ফাইলের বেশ কিছু পরিবর্তন আসলেও মুল নীতি একই থেকে যায়। গ্যারি রোবট টেক্সট ফাইল নিয়ে কিছু গবেষনা করেন ।
সেখান থেকে তারা পরিবর্তন আনে। Robots Exclusion Protocol নামে অফিশিয়াল স্টান্ডার্ড তৈরী করতে সমর্থ হয় তারা এবং রোবট ফাইলের ২৫ তম জন্মদিন উপলক্ষে তা উন্মুক্ত করে দেয় । Lizzi Harvey এই বিষয়ে একটি টুইটারে টুইট করেন । সেখানে মুল বিষয়গুলাকে তিনি উল্লেখ করেন । নিচের টুইটটি দেখতে পারেন
এখানে উল্লেখ করা প্রয়োজন রোবট টেক্সট ফাইলের নতুন নিয়ম গুলা আগামী সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে চালু হবে । গুগল তার ব্লগ পোষ্টে এই কথা জানায় । মোটামুটি সব নিয়ম আগের মতই আছে ।

রোবট টেক্সট ফাইলের ক্ষেত্রে মুল নিয়মগুলা প্রায় অপরিবর্তিতই আছে । গুগলের ব্লগ পোষ্ট অনুসারে সেটা আমি এখানে পুনরাবৃত্তি করছি।
- NoIndex:রোবট ফাইলের মাধ্যমে নো ইন্ডেক্স করাটাকে গুগল নিরুতসাহিত করেছে। গুগলের পরামর্শ অনুসারে নো ইন্ডেক্স ট্যাগ হেডার এ ব্যবহার করতে হবে।
- ৪০৪ এবং ৪১০ এররঃ এই ধরনের পেজ গুলাকে গুগল ক্রলের পরপরই সার্চ ফলাফল থেকে সরিয়ে দিবে।
- পাস ওয়ার্ড প্রোটেক্টেড ডকুমেন্টঃ গুগল তার সার্চ ফলাফলে পাস ওয়ার্ড যুক্ত কোন ফাইল দেখাবে না।
- রোবট ফাইলে Disallow: গুগল রোবট ফাইলের মাধ্যমে কোন ব্লক করলে সেটাকে গুগল ইন্ডেক্স করবে না এমন কোন নিশ্চয়তা নেই । কারণ অন্য পেজের লিংক থেকেও গুগল সেই পেজ ক্রল করতে পারে ।

ধারনা করা হচ্ছে সেপ্টেম্বরের ১ তারিখ গুগল রোবট ফাইলের মাধ্যমে ডি ইন্ডেক্স করা প্রায় ১ মিলিয়ন ইউ আর এল ক্রল করবে । নিশ্চিতভাবে অনেক সাইটের জন্য সেটা বিপদ সংকেত হয়ে আসবে যদি তাদের কন্টেন্ট কোয়ালিটি লো থাকে বা পেইড কোন বিষয় থাকে ।
মোবাইল ইন্ডেক্সিং নিয়ে গুগলের ঘোষনা

গুগল মাসের শেষের দিক থেকে সকল ওয়েবমাস্টারকে নোটিফিকেশন আকারে জানিয়ে দিয়েছে মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং(MFI) নিয়ে। গুগল সার্চ কন্সোল থেকেই ওয়েবমাস্টারগ্ণ জানতে পারবেন সেটা। সেখানে গুগল ক্রলার হিসাবে প্রাইমারিলি ডেক্সটপ ক্রলার বা মোবাইল ক্রলার এই বিষয়ে আলাদাভাবে লিখা আছে।
নিচে টুইটে গুগল পরিপুর্নভাবে ব্যাখা করেছে বিষয়টি ।
সার্চ কন্সোল নোটিফিকেশন
গুগল ওয়েবমাস্টারদের সাইটের টপ কিওয়ার্ড নিয়ে নোটিফিকেশন সেন্ড করছে। এখনো সকলের ক্ষেত্রে কার্যকরী না হলেও ধীরে ধীরে সকল ওয়েবমাস্টারের কাছে নোটিফিকেশন যাবে । সেখানে টপ কিওয়ার্ড, ইম্প্রেশন ও সাইটের অগ্রগতি বিষয়ে ওয়েবমাস্টারকে অবহিত করা হয়।
গুগল এসইআরপির পরিবর্তন
কোর আপডেটের পর গুগল কিছুদিন সার্পে বিজ্ঞাপনগুলাকে কালো রঙে এ দেখালেও গুগল আবার সেটা সবুজ রং এ দেখাতে শুরু করেছে । যদিও ড্যানি সেটাকে বাগ বলেই অবহিত করেন।
ইন্টারেস্টিং ফাইন্ড অপশন
নলেজ প্যানেলে intersting Find নামে একটি অপশন মোবাইল থেকে দেখা যায় । খুব সম্ভবত গুগল এই বিষয়ে টেস্টিং চালাচ্ছে ।
সাইট মাইগ্রেশন
জন মুলার বলেন যদি সঠিকভাবে মাইগ্রেশন করা হয় তবে গুগল তার ২৪ ঘন্টা বা তার মধ্যে নতুন সাইট ইন্ডেক্স করে নিবে । তবে এক্সপায়ার্ড ডোমেইনের মাধ্যমে অনেক বেশী লিংক বিল্ডিংকে অনুসাহিত করেছেন তিনি ।
লোকাল এসইও সংবাদ
গুগল অনেক গুলা লিস্টিং কে সাস্পেন্ড করেছে এই কয়েকসাপ্তাহের মধ্যে। তবে কেন করছে সেটা জানা যায় নি। লোকাল এসইও ফোরামের অনেকের অভিমত গুগল শর্ট নেম যুক্ত লিস্টিং গুলাকে সাসপেন্ড করতেছে । আরো কয়েকটি বিষয় নিয়ে ওয়েব মাস্টাররা অভিমত দিয়েছেন।
- ইউ টি এম ট্যাগের পরিবর্তন
- নতুন ইউজারকে এক্সেস দেওয়ার কারণে
- https এ মাইগ্রেট করেছে এই কারনে
- অতিরিক্ত ছবি সংযোজন
- এজেন্সি ড্যাশবোর্ডে এডিটের কারনে
এসইও টুলস
Saijo George নতুন এসইও টুলস তৈরী করেন । যা এফ এ কিউ স্কীমা জেনারেট করতে কার্যকরী ভুমিকা পালন করবে। যারা এফ এ কিউ নিয়ে কাজ করেন তারা চাইলে এই টুলসটি অনুসরন করতে পারেন
টুলস লিংকঃ https://saijogeorge.com/json-ld-schema-generator/faq/
এসইও টিপস
এই সেকশনে মুলত বিভিন্ন ওয়েবমাস্টারদের বা গুগলের এসইও নিয়ে বিভিন্ন মতামতগুলাকে তুলে ধরা হবে । এই সেকশনটি প্রাথমিকভাবে পরীক্ষাধীন। আগ্রহী হলে নিয়মিত প্রকাশ করব
অন্যকে অনুকরন নয়
গুগলে একজন প্রশ্ন করেন, যে সফটোনিকের মত সাইট অনেক সাবডোমেইন নিয়ে কাজ করেন । এইটা কি ভাল প্রাক্টিস । মুলার উত্তরে বলেন সব সময় সবাইকে অনুসরন করা উচিত নয় ।
এখান থেকে একটি বিষয় শিক্ষনীয় । তা হচ্ছে প্রতিটা সাইটের এসইও স্ট্রাটেজি আলাদা। বাংলাদেশে ১০ বিস্টের সফলতার পর অনেকেই এই ধরনের এডু লিংক বিল্ডিং শুরু করেছিলেন বা স্কলারশিপ পোষ্ট দেওয়া শুরু করেছেন। সব সময় তা কার্যকরী নয় ।
গুগল ইউজার ইন্টেন্টকেই প্রাধান্য দেয় সব সময় অন্য যে কোন বিষয়ের চেয়ে । নিচের ছবিটি দেখলেই বুঝতে পারবেন কেন লেছি তা নিচের ছবি দেখেই বুঝতে পারবে
উপরের সাইটটির ইউ আর এল স্ট্রাকচার ভাল করে খেয়াল করুন । এছাড়া এই সাইটে এইচ টি টি এস ও নেই । তারপর ও ফিচার্ড স্নাইপেটে আছে ।
অবসরে পাঠ্য
কোর আপডেট নিয়ে ইউজার স্টাডি
গ্লেন কোয়ালিটি রেটার গাইডলাইন ও এই বিষয়গুলা নিয়ে একটি গবেষনা প্রকাশ করেন এই জুলাই মাসের ২ তারিখ। এই গবেষনায় মুল বিষয় ছিল গুগল রেংকিং এর উপর পেজ কোয়ালিটি , ব্যবহারকারীর অভিমত, মনেটোনাইজেশন, সাইটের রেপুটেশন, ই-এ-টি ইত্যাদি ।
লিংকঃ https://www.gsqi.com/marketing-blog/google-core-ranking-updates-user-studies/
সব লিংক সমান নয়
এই বিষয়টা আমরা সবাই ই কম বেশি জানি । মজের রেন্ড ফিশকিনের লিখা ২০১০ সালের আর্টিকেলটি সাইরাস নতুন করে আবার সম্পাদনা করেছেন । লিংক নিয়ে বিভিন্ন ভুল ধারনা গুলা এখানে দূর করার চেষ্টা করা হয়েছে
লিংকঃ https://moz.com/blog/20-illustrations-on-search-engines-valuation-of-links
ইউজার ইন্টেন্ট বুঝতে পারাটা কেন জটিল বিষয়
এই আর্টিকেলটি আপনি যখন পড়ছেন আপনি একভাবে নিচ্ছেন আর একজন অন্যভাবে নিচ্ছেন । এখানেই ইউজার ইন্টেন্টের জটিলতা। এই বিষয়ে আলোচনা করা হয়েছে এই আর্টিকেলে
লিংকঃ https://learn.g2.com/user-intent
এফ এ কিউ স্কীমা ব্যবহার করে কিভাবে ভিজিটর ড্রাইভ করবেন
গুগলের নতুন আবিষ্কার এফ এ কিউ স্কীমা। এই বিষয়ে অনেকের ধারনা নেই কিভাবে এফ এ কিউ দিয়ে ভিজিটর ড্রাইভ করা সম্ভব। লিলি রায় এই বিষয় কিছু পরীক্ষা নিরীক্ষার ফলাফল আলোচনা করেছেন এই পোষ্টে
কোর আপডেট নিয়ে আরো বিস্তারিত
কোর আপডেট নিয়ে প্রথম দিকে অনেকেই মনে করছেন এই সময় শুধু গেম্বেলিং সাইটগুলার ই সমস্যা হয়েছে। কোর আপডেট নিয়ে আলোচনা পড়তে পারেন এই পোষ্টে।
লিংকঃ https://magazine.igbaffiliate.com/2019/06/26/digging-deeper-the-google-core-update/content.html
স্ট্রাকচার্ড ডাটার মাধ্যমে সাইটের ভিজিবিলিটি বাড়ানো
স্ট্রাকচার্ড ডাটা সাইটের এখন গুরুত্বপুর্ন অংশ। অনেকেই এই বিষয় নিয়ে গুরুত্ব না দিলেও গুগল রিচ স্নাইপেট টেস্টার ও গুগল স্ট্রাকচার ডাটা টেস্টিং টুলস এর উপস্থিতি প্রমান করে যে এটি কতটা গুরুত্বপুর্ন । এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা আছে এই পোষ্টে
লিংকঃ https://www.searchenginejournal.com/structured-data-increase-visibility/315183/
এখানেই শেষ করছি এই পর্বের এসইও সংবাদ। এই বিষয় নিয়ে যেকোন মতামত এখানে বা সরাসরি জিজ্ঞাসার জন্য আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন ।
ধন্যবাদ, এইরকম আপডেট সংবাদ কন্টিনিউ চাই।
ধন্যবাদ, এইরকম আপডেট সংবাদ কন্টিনিউ চাই।
অনেক ধন্যবাদ এরকম একটি হেল্পফুল আর্টিকেলের জন্য । নিয়মিত আর্টিকেল চাই । ধন্যবাদ ।
ভালো লাগলো,, অনেক ধন্যবাদ ভাই,,, নিয়মিত পড়ি, আলহামদুলিল্লা।
আসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর ইনফরমেটিভ আরটিকেল আমদের সাথে শেয়ার করার জন্য।
ভালো একটা আর্টিকেল পড়লাম ভাই। ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ